বিশেষ খবরঃ১৫সেপ্টেম্বর
পাহাড়তলী থানাধীন মাইট্টাইল্লা পাড়া নাছিরের বিল্ডিং এর ৪র্থ তলারগত ০৫/০১/২০২১ ইং দুপুর অনুমান ১২:০০ ঘটিকায় বাম পাশের ফ্লাটের ভাড়া বাসায় ভিকটিমকে গৃহপরিচালক মোঃ সিরাজ (৫০) তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। সে ২০১৫ সাল থেকে বিভিন্ন সময়ে ভিকটিমকে নিয়মিতভাবে ধর্ষণ করে আসছিল।

ভিকটিমের ধর্ষণের বিষয়টি অপর গৃহপরিচালক সাহেদা আক্তার পিংকি’কে জানালে সে ভিকটিমকে বিভিন্ন ভয়ভীতি প্রদান করে বাসা হতে বাহির করে দেয়। মোঃ সিরাজ (৫০) এর ধর্ষণের ফলে ভিকটিম বর্তমানে ০৮ মাসের অন্তঃসত্ত্বা।
ভিকটিম এই সংক্রান্তে থানায় অভিযোগ দায়ের করলে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু করতঃ দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িত মোঃ সিরাজ (৫০) ও সাহেদা আক্তার পিংকি (৩২)কে গ্রেফতার করে পাহাড়তলী থানা টিম।

গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মোঃ সিরাজ (৫০), পিতা-মৃত রুহুল আমিন, মাতা-জাহানারা বেগম, সাং-বাউরিয়া, ফজল হক চেয়ারম্যানের বাড়ী, থানা-স›দ্বীপ, জেলা-চট্টগ্রাম বর্তমানে-মাইট্টাইল্লা পাড়া, নাছির বিল্ডিং এর ৪র্থ তলা, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম,
২। সাহেদা আক্তার পিংকি (৩২), স্বামী-মোঃ সিরাজ, পিতা-মৃত সিদ্দিক আহাম্মদ মাস্টার, সাং-বাউরিয়া, ফজল হক চেয়ারম্যানের বাড়ী, থানা-স›দ্বীপ, জেলা-চট্টগ্রাম, পিতার ঠিকানা-মৃত সিদ্দিক আহাম্মদ মাস্টার বাড়ী চৌমুহনি, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী বর্তমানে-মাইট্টাইল্লা পাড়া, নাছির বিল্ডিং এর ৪র্থ তলা, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম।