পাহাড়তলী থানার অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য কে আটক

নিজস্ব প্রতিবেদকঃ১৭জুলাই
সিএমপির পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ  গতকাল ১৬ জুলাই রাত ২৩:৪০ টায়    ধুপকুলস্থ ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি স্টিলের টিপ ছুরি, ০২টি স্টিলের চাপাতি, ০১টি স্টিলের রাবারের বাটযুক্ত আরইফ্রেম, ০২টি স্টিলের লোহার পাইপ রাইচ, ০১টি স্ক্রু ড্রাইভার সহ মোঃ নাসির উদ্দিন (৪৫), মোঃ লিটন (২৮), মোঃ আলাউদ্দিন (৩৯), মোঃ ইয়াসিন প্রঃ সোহেল (৩৪), নূর আলম ওরফে সুমন (৩৮) ও আলী আহাম্মদ (৩৫) কে গ্রেফতার করেন। 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি প্রস্তুতি, অস্ত্র, চুরিসহ একাধিক মামলা রয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদে তারা কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগর এলাকার ডাকাত দলের সদস্যদের সাথে সমবেত হয়ে বিভিন্ন মহাসড়কে ও বাসা বাড়ীতে ডাকাতি সংঘটন করে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতঃ১) মোঃ নাসির উদ্দিন (৪৫), পিতা-মৃত সোবেদ আলী, মাতা-রতন নেছা, সাং-আলীরচর, দৌলতের বাড়ী, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা বর্তমানে-রাজা মিয়ার কলোনী, মাস্টারপুল, বৌ বাজার, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম।
২) মোঃ লিটন (২৮), পিতা-মোঃ কালাম,   সাং-লাজুক সেলিম মুন্সির বাড়ী, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা
৩) মোঃ আলাউদ্দিন (৩৯), পিতা-আলেক মিয়া,  সাং-কামাল্লা কাজী বাড়ী, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা।
৪) মোঃ ইয়াসিন প্রঃ সোহেল (৩৪), পিতা-মৃত সামশুল আলম,  সাং-অফিসের চর, সিকদার বাড়ী, থানা-রামু, জেলা-কক্সবাজার  ,৫) নূর আলম ওরফে সুমন (৩৮), পিতা-মৃত ফরিদ হওলাদার,  সাং-রাজারচর, পোঃ সাহেবের হাট, থানা-বরিশাল সদর, জাফর মিস্ত্রীর বাড়ীর ভাড়াটিয়া, পোঃ নিউ মার্কেট, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম।৬। আলী আহাম্মদ (৩৫), পিতা-মৃত জহুর আলী,   সাং-মাসুমপু , কালা গাজীর বাড়ি, থানা-তিতাস, জেলা-কুমিল্লা।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ