পত্নীতলায় উঠান বৈঠক অনুষ্ঠিত। জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে মঙ্গলবার উপজেলা পরিষদে জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে সেলাই প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার সমন্বয়কারী আমিনুল হকের সভাপতিত্বে উঠান বৈঠকে
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল
কোবরা মুক্তা। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা দূর্নীতি
প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মেয়েদের সাবলম্বী করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
তারি ধারাবাহিকতায় সেলাই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের উপজেলার মেয়েদের সাবলম্বি করে
গড়ে তোলাই লক্ষ।
আকমাল হোসেন
পত্নীতলা প্রতিনিধি