স্টাফ রিপোটারঃ১৮জুন
নগরীর পতেঙ্গা থানাধীন ( স্টিল মিলস বাজার সংলগ্ন ) সাইলো রোডে ১৮জুন সকাল ১১টার সময় বাস চাপায় এক শিশু, মহিলা সহ দু ‘জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
প্রাথমিক ভাবে মোবাইলে পাওয়া ভিডিও -স্থির চিত্র দেখে শুনা গেছে যে, নিহত মহিলার নাম-নুর বেগম(৪২-৪৫)বছর আর মেয়ের বয়স (আনুমানিক-১১/১২বছর) হতে পারে। সে রফিকের মেয়ে বলে ঘটনাস্থলের লোকজন জানান। তারা দুজনে ডাক্তার দেখেতে খালপাড়স্থ বাড়ী থেকে বের হয়ে বন্দরটিলার(ইপিজেড) দিকে যাচ্ছেলেন,
এমন সময় সাইলো খাল পাড় রোড থেকে দ্রুতগামী হলুদ রঙের ঘাতক বাসটি নম্বর (চট্টমেট্টো জ, ১১-০৪৬৫ )নং ঐ দুইজন পিছন থেকে চাপাদেন বলে ঘটনা স্থলের নিকটে মানবাধিকার অফিসের প্রধান পরিচালক ও সংগঠক মোঃ কবির হোসেন জানিয়েছেন।
এদিকে বাসটি খালপাড় সাইলো গেট এলাকায় একটি রিক্সা কে আঘাত করে এক পুরুষ মানুষ কে চাপা দিয়ে স্টিল মিলবাজার সন্নিকেট এই দূর্ঘটনা করেন বলে উপস্থিত একাধিক জনতা সংবাদ মাধ্যম কে জানিয়েছেন। সেখানে ঔ পুরুষের মৃত্যু হয়। খবর পেয়ে নিকটস্থ পতেঙ্গা মডেল থানার পুলিশ টিম চালক -হেলপার ও ঘাতক বাসটি কে থানায় আটক করেছেন বলে জানা গেছে।
তবে এতে আরো কেউ আহত হয়েছেন কিনা দুপুর ২টা পর্যন্ত জানা যাই নি। থানা সূত্রে জানা গেছে , নিহতের ময়না তদন্তের জন্য লাশ চমেক মেডিকেলের মর্গে পাঠানো হবে ।
এদিকে নিহতের ঘটনা নিয়ে উপস্থিত জনতা উত্তেজনা করতে চাইলে ওসি সৈয়দ মোহাম্মদ জোবায়েরের নির্দেশে জনতাদের শান্তি করেন পুলিশ টিম পতেঙ্গা ওবাজার কমিটির নেতৃবৃন্দ। ঘটনাটি পতেঙ্গায় হলেও থানা এরিয়া ইপিজেড থানা বলে আগাত পুলিশ সদস্যরা জানান, এই ঘটনায় হত্যা মামলা হতে পারে বলে জানা গেছে ইপিজেড থানা সূত্রে জানা গেছে।