পতেঙ্গায় ছাত্রলীগের উদ্যোগে নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

প্রেস বিজ্ঞপ্তীঃ২৮আগস্ট

শোকাবহ আগষ্ট উপলক্ষে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে নগরীর উত্তর পতেঙ্গা  থানা ছাত্রলীগের সাঃসম্পাদক মেহরাজ তৌসিফের উদ্যোগে নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। গতকাল ২৭আগস্ট শুক্রবার   বিশেষজ্ঞ ডা. জয়নাল আবেদীন শিমুল এই সেবা প্রদান করেন।

এসময়   তৌসিফ বলেন” শিল্প অধ্যুষিত পতেঙ্গায় চিকিৎসা সেবা নিশ্চিত করতে সাধারণ মানুষদের হিমশিম খেতে হয়,আর সু স্বাস্থ্যর জন্যে প্রতিনিয়ত স্বাস্থ্য পরীক্ষা গুরুত্বপূর্ণ এই বিষয়টি উপলব্ধি করে   এলাকায় মেডিকেল ক্যাম্প করার উদ্যোগ গ্রহণ করি আমাদের নেতা শিক্ষা উপমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায়।  নগর ছাত্রলীগের সাঃ সম্পাদক জাকারিয়া দস্তগীরের প্রত্যক্ষ তদারকিতে আগামীতেও এই সেবা চলমান থাকবে বলে তিনি জানান।

এতে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম সাকিব, মাহিন ইবনে রশিদ, জাকারিয়া মাহমুদ, শহীদুল ইসলাম আলভী, মোঃ ইফতি, ইব্রাহিম খলিল, ইউসুফ, মনিরুল, কাজী ওমর সাইদ, অরুপ দাশ, মেহেদী, ইরফান, যোবায়ের, শিব্বির, কায়েস, মোঃ সাইমুনসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ