পতেঙ্গায় ছাত্রলীগের উদ্যোগে ফ্রি ভেকসিন নিবন্ধন কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদকঃ২৮জুলাই

মহামারী ”করোনাভাইরাস” প্রতিরোধে  সরকার কর্তৃক দেশের প্রতিটি মানুষকে ভেকসিনের আওতায় আনার প্রচেষ্টা চলমান রাখতে বাংলাদেশ ছাত্রলীগ পতেঙ্গা থানা শাখার উদ্যোগে ফ্রি ভেকসিন  রেজিষ্ট্রেশন কার্যক্রম  গতকাল মঙ্গবার থেকে শুরু হয়েছে।

বর্তমানে দেশে ভেকসিনের  ঘাটতি নেই বলে ছাত্রলীগ পতেঙ্গা  সংগঠনের মহতী কর্মসূচি সফল করতে সর্ব সাধারণের ভেকসিন গ্রহণের সুবিধার্থে  এবং সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে সাঃসম্পাদক মেহরাজ তৌসিফ প্রতিবেদক কে জানিয়েছেন ।

প্রাথমিকভাবে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নির্দেশনায় পতেঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহরাজ তৌসিফ এই কার্যক্রম পরিচালনা করেন ৪০ নং ওয়ার্ড খালপাড় এলাকায়। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে তাদের এই কর্মসূচি বলে জানান তৌসিফ।

 অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শাখার ৪০ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম সাকিব, মাহিন ইবনে রশিদ, ফারহান রাতুল, মোঃ আবিদ, কাজী মোহাম্মদ ওমর সায়েদ, তমাল দাশ ,মোঃ খালিদ, মোঃ আতিক, মোঃ সামি, বাদন দাশ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ