পতেঙ্গার মুসলিমাবাদ  থেকে মোঃ সৈয়দ (৬৫)নামে এক লোক নিখোঁজ …!

বিশেষ খবরঃ১৮জুন

নগরীরপতেঙ্গার মুসলিমবাদ (কাটগড়) এলাকা থেকে মোঃ সৈয়দুর রহমান সৈয়দ (৬৫)নামে এক লোক নিখোঁজ হয় বলে তার পরিবার সূত্রে জানা গেছে। তিনি গত শনিবার ছেলের বাসায় গ্রামের বাড়ি কুতুবদিয়া থেকে এসে ছিলেন।

বাসার সবাই কাজে চলে গেলে তিনি গতকাল (১৭জুন)বৃহস্পতিবার, দুপুরের দিকে যোজরের নামাজ শেষে আর বাসায় ফিরেন নি। সম্ভাব্য সব স্থান ওআত্মীয়-স্বজন এবং গ্রামের বাড়িতে ও খোজঁ খবর নিয়ে কে পাওয়া যাই নি।

নিকটস্থ পতেঙ্গা থানায় আজ (১৮জুন)শুক্রবার সকালে  একটি নিখোঁজ/ হারানো অভিযোগ-জিডি পত্র এবং মোবাইল ফোনে কুতুবদিয়া থানায় জানিয়েছেন বলে  জানা গেছে। নিখোঁজ ব্যক্তির  কেউ সন্ধান পেলে তার পরিবার/ বড় ছেলের নম্বর-০১৭৪১৫০৭১৩৩/০১৮৬৬৬৩০৯৪১ অথবা-০১৮১৩-৫১৫৪৩৫। এই নম্বরে যোগাযোগ করতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ