দক্ষিণ জেলা প্রতিনিধিঃ১৮আগস্ট
চট্টগ্রামের পটিয়া উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মো. সাইফুদ্দীন ভোলা (৩০) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তার ভোলা বাঁশখালি উপজেলার ছনুয়া গ্রামের মো. ইব্রাহিমের পুত্র বলে থানা সূত্রে জানা গেছে।সোমবার (১৭ আগস্ট) রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ওখারা গ্রামের তার নানাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ভোলা একজন যুবলীগ কর্মী বলে জানায়।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত ওসি) রাশেদুল ইসলাম সংবাদ মাধ্যম কে জানান, পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাছির উদ্দিনের বিরুদ্ধে অশালীন আচরণ ও হত্যার হুমকিসহ বিভিন্ন বক্তব্য ফেসবুকে প্রচার করে ভোলা নামের এক যুবলীগ নেতা।
এ ঘটনায় গত মে মাসে কাউন্সিলর নাছির উদ্দিন পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলার আসামি হিসেবে পুলিশ সাইফুদ্দীন ভোলাকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) আদালতে পাঠিয়েছে।
বর্তমানে ধৃত আসামী ডিজিটাল নিরাপত্তা আইনের ধারায় আটক হয়ে জেল হাজতে রয়েছে।