পটিয়ায় পল্লী উদ্যোক্তাদের মাঝে সরকারী প্রনোদনার স্বপ্ল সুদে ঋণ বিতরণ করছেন হুইপ সামশুল হক

দক্ষিণ জেলা  প্রতিনিধি:২৪আগস্ট

প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ এর ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা ঋণ বিতরণ কার্যক্রম গত ২২ আগস্ট ,রোববার  দুপুর ১২ টার   উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।স্বল্প সুদের এই ঋণ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি।

পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, হুইপের ব্যক্তিগত সহকারী হাবিবুল হক চৌধুরী, বিআরডিবি উপ-পরিচালক মোরশেদ আলম প্রমুখ।

করোনা মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক ধ্বসের মাঝেও   প্রধানমন্ত্রীর সফলতার কথা উল্লেখ করে হুইপ বলেন, ‘গ্রামীন অর্থনীতি চালু রাখতে পল্লী উদ্যোক্তাদের মাঝে সরকার প্রনোদনার অংশ হিসেবে মাত্র ৪ শতাংশ সুদে ২ বছরে পরিশোধ যোগ্য ঋণ দিচ্ছেন। আপনারা এই টাকার সঠিক ব্যবহার করতে পারলে সরকারও লাভবান হবে আপনারাও লাভবান হবেন।”

আলোচনা শেষে মোট ১৯ জন ঋণ গ্রহীতাদের মাঝে ৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ