পটিয়ায় চাঞ্চল্যকর কার্তুজ উদ্ধার মামলায় পলাতক আসামী মাইকেল জসিম কে আটক করেছে পুলিশ  

পটিয়া প্রতিনিধিঃ২৮আগস্ট

 পটিয়ায় চাঞ্চল্যকর ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধার সংক্রান্ত মামলায় পলাতক আসামী জসিম উদ্দিন ওরফে মাইকেল জসিমকে ( ৩৫), গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। সে জঙ্গলখাইন ইউনিয়নের নং ওয়ার্ডের সালামত খাঁ প্রকাশ অলি আহমদের পুত্র।

গতকাল ২৭আগস্ট শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আমজুর হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পটিয়া থানার সাব ইন্সপেক্টর সঞ্জয় ঘোষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।গত ১২ এপ্রিল জসিম উদ্দিনের ঘর থেকে ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধার হলে, পুলিশ বাদী হয়ে একাধিক মামলার দুর্ধর্ষ আসামী জসিম উদ্দিনের নামে থানায় মামলা করে।

জসিম পলাতক থাকা অবস্থায় তার মা ও বোন সংবাদ সম্মেলন করে দাবি করেন, ” পুলিশ হেফাজতের নাশকতা কান্ডে জড়িত লিয়াকত মেম্বারকে গ্রেপ্তার করতে এসে তার ঘরেই কার্তুজ গুলো উদ্ধার করেছে। কিন্তু অদৃশ্য কারণে লিয়াকতকে আসামী না করে আসামী করা হয়েছে জসিম উদ্দিনকে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া দুটো অডিও ক্লিপের কথা উল্লেখ করে তারা বলেন, লিয়াকতের ভাইয়ের ছেলে সোহেল ও ফাহিম এ ঘটনায় জড়িত।

এদিকে গত ১৯শে আগষ্ট কক্সবাজার জেলায় রামু উপজেলার পানিরছড়া এলাকায় র‍্যাব-১৫ , ৫০ রাউন্ড গুলি ও ২৫ রাউন্ড কার্তুজ সহ দুজনকে আটক করে। তাদের মধ্যে একজনের নাম ইসকান্দারুল হক (৩০) , পিতা- মৃত ফজলুল হক। ইসকান্দারুলের বাড়িও জঙ্গল খাইন ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে। ধারণা করা হচ্ছে পটিয়ায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ সময় ধরে অস্ত্র ব্যবসা করে যাচ্ছে।

সাব ইন্সপেক্টর সঞ্জয় কুমার ঘোষ জানান, “পুলিশ দীর্ঘদিন ধরে জসিমকে গ্রেপ্তারের চেষ্টা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে শুক্রবার সন্ধ্যায় জঙ্গলখাইন ইউনিয়নের আমজুর হাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে থানায় আরো মামলা রয়েছে এবং সে সাজাপ্রাপ্ত আসামি। তাকে কার্তুজ উদ্ধারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।  

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ