নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকা হতে নারী শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুন খাঁ’কে গ্রেফতার করেছে র্যাব-৩।
নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকা থেকে র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে নারী শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মামুন খাঁ (৪০), পিতা- এজ্জাদ খাঁ, সাং- দক্ষিণ বিলফর, থানা- নড়াগাতী, জেলা- নড়াইল‘কে ১০/০২/২০২৩ তারিখ ০৪৩০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। ধৃত আসামির বিরুদ্ধে নড়াইল জেলা নড়াগাতী থানায় ২০০৭ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা হয় । উক্ত মামলায় গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পায়। বর্তমানে উক্ত মামলায় হাজিরা না দেয়ায় গ্রেফতারী আদেশ হলে সে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ফারজানা হক
সিনিয়র সহকারী পুলিশ সুপার