নারিকেল তলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাহাবুদ্দিনের অবস্থা আশংকা জনক…!

বিশেষ খবরঃ০৯সেপ্টেঃ

গতকাল০৮সেপ্টেঃ বুধবার, সন্ধ্যায়  ইপিজেড থানাধীন হক সাহেবগলির মুখে(নারিকেল তলা) নিজ বাড়ীর সামনেই মোঃ সাহাবুদ্দিন (সাইফু) রাস্তা পার হবার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায়  বর্তমানে প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন l

বুধবার, সন্ধ্যায় নারিকেল তলা এলাকায় একটি মিনি ট্রাকে ড্রাইভারের অসাবধানতায় গাড়ির ব্রাক ছুটে উল্টো পথে পিছন থেকে সাহাবুদ্দিন কে  মেইন সড়কে চাপা দেয়।

গাড়িরগতি বেশী থাকায় আহত সাহাবুদ্দিন নিজেকে রক্ষা করতে পারেন নি বলে সড়কের পাশে থাকা ফার্মেসীর কমর্চারী জানান।

তবে তার এক হাতে ওপায়ের অংশ মারাত্মকভাবে তেতঁলী যাওয়ার বিষয়টি প্রাথমিক ভাবে জানান, প্রত্যক্ষদর্শীরা। থাকে উন্নত চিকিৎসার জন্য সার্জারী হাসপাতাল কিংবা ভালো হাসপাতালে নেওয়া হতে পারে বলে পরিবার সূত্রে জানা গেছে।

তাঁর দ্রুত সুস্থ্যতা ও আরোগ্য কামনা করেছেন সামাজিক সংগঠন হক সাহেব জামে মসজিদস্থ সামাজিক কল্যাণ কমিটির নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন ক্লাব,সংগঠন ওসমিতি।  

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ