নাগরপুরে জাতীয় শ্রমিকলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোহাম্মদ মহসিন খান,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর হাতে গড়া শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে আজ সোমবার (১২ অক্টোবর) বিকালে একটি র‌্যালী বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক আলোচনা সভায় মিলিত হয়।

এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাংগাইল জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারন সম্পাদক আমিনুর রহমান আমিন।

এ সময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সোহাগ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহ

আলম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল-মামুন, উপজেলা ইজি বাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আনোয়ার হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ