প্রতিনিধির খবরঃ১৯সেপ্টেঃ
চট্টগ্রাম র্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পতেঙ্গা এলাকায় অবৈধ উপায়ে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে চোরাইকৃত ডিজেল মজুদ করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর আনুমানিক সময় রাত্র সাড়ে ১১টা দিকে র্যাবের অভিযান টিম বর্ণিত এলাকায় অভিযান কালে আসামী মোঃ তারেক (১৯) পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব-৭টিম তাকে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেখানোমতে নিজ বসত ঘর তল্লাশি করে ১৪৩ টি জারিক্যান ও ২৫ টি ড্রাম হতে চোরাইকৃত সর্বমোট ১১,৩১০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন যাবত অবৈধ উপায়ে ডিজেল মজুদ করে পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠানের চোরাইকৃত ডিজেল পাইকারী ও খুচরা বিক্রয় করছেন বলে জানাই
উদ্ধারকৃত ডিজেলের আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা।
ধৃত আসামী নিকটস্থ পতেঙ্গা থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামীদের ধরার ব্যাপার অভিযান অব্যাহেত রয়েছে বলে র্যাবের মিডিয়া অফিসার নুরুল আবছার সংবাদ মাধ্যম কে জানিয়েছেন্ ।