দেশসেরা আঞ্চলিক পত্রিকার মর্যাদা পেলো চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ

মিডিয়া সংবাদঃ০৫সেপ্টেম্বর

দেশসেরা আঞ্চলিক পত্রিকার মর্যাদা পেলো চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ। গতকাল শনিবার দুপুরে রাজধানীর  তথ্য ভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক প্রদান অনুষ্ঠানে আঞ্চলিক সংবাদপত্রে অনন্য অবদান রাখার জন্য চট্টগ্রামের পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক পূর্বকোণকে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ও আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা, ২০২১ প্রদান করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি দৈনিক পূবকোণ সম্পাদক ডা. ম রমিজউদ্দিন চৌধুরীর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও এক লাখ টাকার চেক তুলে দেন।

একইসঙ্গে দেশসেরা জাতীয় পত্রিকার সম্মাননা লাভ করেছে দৈনিক জনকণ্ঠ । এছাড়াও প্রয়াত সাংবাদিক হাসান শাহরিয়ারকে (মরণোত্তর) প্রেস কাউন্সিলের আজীবন সম্মাননা পদক, গ্রামীণ সাংবাদিকতায় বাংলাদেশ প্রতিদিনের সাবেক সিনিয়র রিপোর্টার নিজামুল হক বিপুল, উন্নয়ন সাংবাদিকতায় দি নিউজ টুডে’র সিনিয়র রিপোর্টার মাজহারুল ইসলাম মিচেল, নারী সাংবাদিকতায় দি ডেইলি অবজারভারের বনানী মল্লিক ও ফটো সাংবাদিকতায় বাংলা ট্রিবিউন অনলাইন পত্রিকার মো. সাজ্জাদ হোসেনকে পদক, সনদ ও পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করা হয়।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্যানেল চেয়ারম্যান এডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি এবং সচিব মো. মকবুল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা স্বাগত বক্তা ও প্রেস কাউন্সিলের সদস্য বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী এবং নঈম নিজাম আমন্ত্রিত বক্তার বক্তব্য রাখেন। ‘বাঙালির সব সাহসের উচ্চারণ বঙ্গবন্ধু’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা।
পদক প্রদান অনুষ্ঠানে জুরি বোর্ডের প্রধান হিসেবে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘নতুন প্রযুক্তি ব্যবহার ও আধুনিক সাংবাদিকতায় দৈনিক পূর্বকোণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।’ প্রসঙ্গত পাঠকনন্দিত ও প্রচারবহুল সংবাদপত্র ‘দৈনিক পূর্বকোণ’ বন্দরনগরী চট্টগ্রাম থেকে প্রথিতযশা সাংবাদিক কে জি মোস্তফার সম্পাদনায় ১৯৮৬ সালের ১০ ফেব্রুয়ারি এক ঝাঁক তরুণ কর্মী নিয়ে যাত্রা শুরু করে।

পূর্বকোণ প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরীর দূরদর্শী সাহসিকতায় দেশে সর্বপ্রথম আধুনিক ফটো টাইপ সেটিংসে (পিটিএস) সংবাদপত্র ছাপানোর কৃতিত্ব দৈনিক পূর্বকোণেরই। তাছাড়া মূল কাগজের পাশাপাশি আলাদা ফিচার পাতা করার প্রচলন শুরু করে এই দৈনিক পূর্বকোণ। কে জি মোস্তফার পর এই পত্রিকার হাল ধরেন স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী। তার মৃত্যুর পর ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী বর্তমানে সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

দি পূর্বকোণ লিমিটেডের পক্ষে চেয়ারম্যান ও প্রকাশক জসিম উদ্দিন চৌধুরী এবং সম্পাদক ডা. ম. রমিজউদ্দিনের নেতৃত্বে বস্তুনিষ্ঠ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন, আকর্ষণীয় ফিচার, ক্রীড়া ও সংস্কৃতির তথ্যচিত্র উপস্থাপনের মাধ্যমে পূর্বকোণ পাঠকের মন জয় করে নিয়েছে।

২০১৫ সালে অনলাইন সংস্করণ এবং পরে ২০১৯ সালের মে মাসে ছাপা সংস্করণের পাশাপাশি ২৪ ঘণ্টার অনলাইন নিউজ পোর্টাল চালু করা হয়। সংবাদ পরিবেশনের পাশাপাশি দৈনিক পূর্বকোণ জনকল্যাণমূলক নানান কাজে সম্পৃক্ত থাকায় দেশে-বিদেশে প্রশংসা ও স্বীকৃতি অর্জন করেছে।

খোরশেদ আলম সুজনের অভিনন্দন :
দেশের সেরা আঞ্চলিক পত্রিকার সম্মাননা পাওয়ায় দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম রমিজউদ্দিন চৌধুরী, প্রকাশক ও পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন   মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চ সি ক  সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল শনিবার   প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অভিনন্দন জ্ঞাপন করেন।

বিকেএমইএ’র অভিনন্দন :নিট শিল্প রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ’র সহসভাপতি গাওহার সিরাজ জামিল দৈনিক পূর্বকোণের অনন্য অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, দৈনিক পূর্বকোণ এই অঞ্চলের গণমানুষের কথা দ্বিধাহীন চিত্তে সাহসী কণ্ঠে প্রকাশ করে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

সেক্টর কমান্ডারস ফোরাম:  পাঠক ও শুভানুধ্যায়ীকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরাম নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সকল সমস্যা সংকটে জাতি তথা চট্টগ্রামের গণমানুষের পক্ষে পূর্বকোণ ঐতিহাসিক দায়িত্ব পালন করে আসছে। আগামী দিনেও পূর্বকোণ তাদের নীতিতে অবিচল থেকে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে যথাযথ ভূমিকা পালন করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ