জুনের প্রথম সপ্তাহ থেকে বর্ষাকাল। তবে দেশজুড়ে আগাম বৃষ্টিপাত শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, দেশের দক্ষিণাঞ্চলে প্রায় প্রতিদিন বৃষ্টি হলেও উত্তরাঞ্চলে বেশ ভাপসা গরম আছে। তবে জুন মাসের শুরু থেকে পরবর্তী বেশ কিছুদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের উজানে ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
তিনি আরো বলেন, দেশজুড়ে আগাম বর্ষাকালের বৃষ্টি হচ্ছে। এতে দেশের যেকোনো স্থানে আকস্মিক রোদের পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।
সোমবার আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আরো জানা যায়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সূত্র: কালের কণ্ঠ