প্রেস বিজ্ঞপ্তীঃ১০জুন
আজ ১০ জুন,বৃহস্পতিবার দুপুরে ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড কার্যালয় থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন সাগরে মৎস্য আহরণ ৬৫ দিন বন্ধ থাকায় মৎস্য আহরণ ৩০০ জেলে পরিবারের মাঝে ভি জি এফ চাল বিতরণ করেন।
তিনি প্রতিটি পরিবারের মাঝে ৬০ কেজি করে মোট ১৬,৮০০ কেজি চাল উপস্থিত বিতরণ করা হয় ।
এ সময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা , কাউন্সিলর পরিষদের সদস্যগন ,ওয়ার্ড সচিব সহ মৎস্য প্রতিনিধি এবং তথ্য সংগ্রহকারী নেতৃবৃন্দ রা উপস্থিত ছিলেন । অন্যান্য মধ্যে হাজি আক্কাস সওঃ মোঃ সেলিম রেজা, হাজি মোতাহের হোসেন, মোঃ আলী নেওয়াজ,নিছার মিয়া আজিজ ও সোহেল আমিন,দুলাল উপস্থিত ছিলেন।
৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড কার্যালয়ে অন্যান্য চলমান সেবা কার্যক্রম নিয়মিত চালু রয়েছে বলে কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন জানিয়েছেন।