ক্রীড়া ডেস্কঃ১২ সেপ্টেম্বর(ঢাকা)
সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে পরাজিত করে জয়ের ধারায় রয়েছে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব
প্রথম রাউন্ডে জয় এবং দ্বিতীয় রাউন্ডে পরাজয়, আবার তৃতীয় রাউন্ডেও জয়ের পর গতকাল ১১ সেপ্টেম্বর, শনিবার বাংলাদেশ দাবা ফেডারেশনে অনুষ্ঠিত “প্রথম মুজিব বর্ষ মহিলা দাবা লিগ-২০২১” এর চতুর্থ রাউন্ডের খেলায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব প্রতিপক্ষ সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে ৪-০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে জয়ের ধারা অব্যাহত রেখেছে।
ইউসিসিসি’র মুশফিকা জান্নাত শাওড়ী, অমনিয়া বিনতে ইউসুফ লুবাবা এবং ইশরাত জাহান নিশি যথাক্রমে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের নুশরাত জাহান নাফিসা, প্রজ্ঞা পোদ্দার, মারযুকা মুর্কারমা ও ফতিহা ইয়েনুন দিয়াকে পরাজিত করেন।
আজ১২সেপ্টেম্বর লিগের পঞ্চম রাউন্ডে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব শাহীন চেস ক্লাবের মোকাবিলা করবে।