ডেঙ্গু প্রতিরোধে মা ও শিশু হাসপাতালে মশারি বিতরণ করলেন রোটারি চিটাগং ক্রাউন

স্টাফ রিপোটারঃ২১আগস্ট

ডেঙ্গু প্রতিরোধে রোটারি ক্লাব অব চিটাগং ক্রাউন এর আয়োজনে চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে মশারি হস্তান্তর কর্মসূচির আয়োজন করা হয়। রোটারি ক্লাব অব চিটাগাং ক্রাউনের সভাপতি জিয়া উদ্দিন হায়দার বলেন, এই করোনা মহামারীতে আমাদের নতুন করে আরেক মহামারী দরজায় হাজির হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মা- শিশু জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও করোনা ম্যানেজমেন্ট কমিটি চেয়ারম্যান এস এম মোরশেদ হোসেন, কার্য্যনির্বাহী কমিটি সদস্য এস এম কুতুবউদ্দিন, ডা. মো নুরুল হক, রোটারিয়ান মো. মোশাররফ হোসেন, ডা. আবু সৈয়দ চৌধুরী, রোটারিয়ান ডা. কামাল হোসেন জুয়েল।

রোটারি ক্লাব অব চিটাগাং ক্রাউনের পক্ষে ছিলেন প্রেসিডেন্ট ইলেক্ট মো. ইমিতিয়াজ, ক্লাব সচিব আবদুল আহাদ, ইসরাত হোসেন শান্ত, রবিন ফয়সাল প্রমুখ।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ