টাঙ্গাইল বার সমিতির নির্বাচনে আ’লীগ সমর্থিত ১১ পদে বিএনপি সমর্থিত ৩ পদে বিজয়ী

টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির কার্যনির্বাহী পরিষদ (২০২২-২৩) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নিরঙ্কুশ জয় হয়েছে। ১৪ টি পদের মধ্যে আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদে বিজয়ী হয়েছেন। অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা ক্রীড়া সম্পাদকসহ জয় পেয়েছেন ৩ টি পদে।
বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা হলেন, সভাপতি আব্বাছ উদ্দিন আকন্দ, সহ-সভাপতি-মাহবুব খালিদ তালুকদার ও হোসেন জাহিদুল হাসান (প্লাবন), সাধারণ সম্পাদক কবির হোসেন উজ্জল, যুগ্ম-সম্পাদক-মাসুদুল হক রতন, লাইব্রেরী সম্পাদক-ইলিয়াস মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-এমএ রাজ্জাক (রাজা) এবং নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন-মাহবুব মোর্শেদ (রাসেল), রাসেল রানা, নাদিম উদ্দিন (নিউটন) ও জিনিয়া বখশ।
অপর দিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন-ক্রীড়া সম্পাদক-সাদেকুল ইসলাম (শাহীন), নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন- মাসুদ রানা ও মালেক আদনান। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুর রাজ্জাক।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ