টাঙ্গাইলে মাইক্রোবাস চালক নিহত, আহত ৩

 ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার শোনাউল্লা বাসস্ট্যান্ড এলাকায় আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে ঘটস্থানেই মাইক্রোবাস চালক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে তিন যাত্রী।
রবিবার (৬ মার্চ ) ভোরে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই যুবক কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের শিহরাইল গ্রামের করিম ড্রাইভারের ছেলে শাহজালাল (২৩)।
এতে আহত তিন ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, শাহাজাল শনিবার বিকালে এয়ারপোর্ট থেকে বিদেশি যাত্রী নিয়ে আসার পর সারা দিন বাড়িতে নতুন ঘর দেওয়ার জন্য কাজ করে রবিবার শেষ রাতে নিজ বাড়ি শিহরাইল থেকে বল্লাতে যান সেখান থেকে বিদেশি যাত্রী নিয়ে ঢাকা এয়ারপোর্টে যাওয়ার পথে মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে শোনাউল্লা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে ঘটস্থানেই তার মৃত্যু হয়। তাদের ধারণা ঘুম ঠিকমতো না হওয়াতে দূর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
মৃত্যুকালে শাহজালাল স্ত্রী, দুই বোন, তিন ভাই, বাবা মা সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায় শাহজালাল ১৪ মাস আগে উপজেলার রোয়াইল গ্রামে বিয়ে করেন তার ঘরে এখনো কোনো সন্তান হয়নি। শাহজালালের বাবা করিম ড্রাইভার জানান, আমার ছেলের রোজগার দিয়েই সংসারের ৯জন মানুষের খরচ চালাতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন উপজেলার পাইকড়া ইউনিয়নের ৯নং ইউপি সদস্য মোঃ ফরমান আলী।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ