জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে চন্দনাইশে কর্মসূচি ঘোষনায় সাংবাদিকদের সাথে মতবিনিময়

দক্ষিণ জেলা প্রতিনিধিঃ২৮আগস্ট

 মাছ চাষে গড়বো দেশবঙ্গবন্ধুর বাংলাদেশস্লোগান আরমৎস্য সেক্টরের সমৃদ্ধিসুনীল অর্থনীতির অগ্রগতিএই প্রতিপাদ্য সামনে রেখে চন্দনাইশে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।

এ উপলক্ষে (২৮ আগষ্ট, শনিবার মৎস্য সপ্তাহের প্রথম দিনে   ব্যাপক মাইকিং, প্রচারণা ও সকাল সাড়ে ১১টায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম। এই সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো.কামাল উদ্দিন চৌধুরী জাতীয় মৎস্য সপ্তাহ’র নানা দিক তুলে ধরে বলেন, রবিবার দ্বিতীয় দিনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর হতে বাজার পর্যন্ত র‌্যালি ও আলোচনা সভা এবং দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।সোমবার বিভিন্ন মৎস্য চাষীদের সাথে মতবিনিময় ও শেষ দিনে উপজেলা হল রুমে মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শেষ হবে বলে মৎস্য কর্মকর্তা জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারি মৎস কর্মকর্তা সোলতান আহমেদ, মো.আবদুল কাদের খন্দকারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ