চিটাগাং চেম্বার সভাপতির সাথে চট্টগ্রাম শিল্প পুলিশের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ

২৪ মে বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চিটাগাং চেম্বার কার্যালয়ে দি চিটাগাং চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম’র সাথে চট্টগ্রামস্থ শিল্প পুলিশ-০৩ এর সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসপি) মো: সোলাইমান, পিপিএম মতবিনিময় করেন। এ সময় শিল্প পুলিশ-০৩ এর এএসপি মো: জসিমউদ্দিন, পিপিএম, চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী (স্বপন) উপস্থিত ছিলেন।

মতবিনিময় কালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন- চট্টগ্রাম হচ্ছে শিল্প ও বন্দর নগরী। বাণিজ্যিকরাজধানীচট্টগ্রামে দেশেরঅনেকমাঝারি-ছোট-বড় সহ বৃহৎ শিল্প কারখানা অবস্থিত।   প্রধানমন্ত্রীর নেতৃত্বে এতদঞ্চলের শিল্পায়ন দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এতদঞ্চলের উৎপাদিত পণ্য সমূহ সড়ক পথে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবাহিত হয়। ইতোপূর্বে সীতাকুন্ড ও মিরসরাই অঞ্চলে প্রায়  বিভিন্ন ধরনের পণ্য বিশেষ করে তৈরি পোশাক জাত এবংরড চুরি ও ডাকাতি হতো।

তবে বর্তমানেএধরনের চুরি ও ডাকাতি অনেক কম সংগঠিত হচ্ছে। চেম্বার সভাপতি শিল্প-পুলিশই উনিটকে তাদের বর্তমান কর্মকান্ডের জন্য ধন্যবাদ জানিয়ে ইউনিটকে আরো অধিকতর ক্ষমতায়নের উপর গুরুত্বারোপ করেন। তিনি বৃহত্তর চট্টগ্রামস্থ ব্যবসায়ীদের পণ্যের নিরাপত্তা এবংশিল্প-কারখানার শ্রমিকের শান্তি ও শৃঙ্খলার উপর বিশেষ নজর দেওয়ার জন্য শিল্প পুলিশ’র  প্রতি অনুরোধ জানান ।

সুপারিন টেন্ডেন্ট অব পুলিশ (এসপি) মো: সোলাইমান, পিপিএম বলেন- চট্টগ্রাম হচ্ছে দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। এর মাধ্যমেই দেশের অর্থনীতির কর্মকান্ড পরিচালিত হচ্ছে। তিনি এতদঅঞ্চলের ব্যবসায়ীদের উৎপাদিত পণ্যেরনিরাপত্তা ও শ্রমিকদের সকলধরনেরসমস্যাসমাধানে চট্টগ্রামস্থ শিল্প পুলিশ ব্যাপকপরিসরেকাজকরছেবলেমন্তব্য করেএক্ষেত্রেচিটাগাং চেম্বারেরসহযোগিতাকামনাকরেন।

এসপি মো: সোলাইমানচেম্বার নেতৃবৃন্দকেএতদঅঞ্চলেরশিল্পায়নেরগতিধারাঅব্যাহতরাখতেতাঁর ইউনিটের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এএসপি মো: জসিমউদ্দিন, পিপিএম চট্টগ্রামস্থ শিল্পপুলিশের সার্বিক কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী (স্বপন) চট্টগ্রাম শিল্পপুলিশের কাজের পরিধি অধিকতর বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ