চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

ক্রীড়া প্রতিবেদনঃ১৫আগস্ট
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট  রবিবার দুপুর ১ ঘটিকায় এম.এ.আজিজ ষ্টেডিয়ামস্থ চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যালয় সম্মুখে দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল হাসান এনডিসি, বিভাগীয় কমিশনার ও সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও সহ-সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা, মোহাম্মদ নাজমুল আহসান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, আলহাজ্ব আলী আব্বাস, সভাপতি, চট্টগ্রাম প্রেস ক্লাব ও সহ-সভাপতি, বিভাগীয় ক্রীড়া সংস্থা।
সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মো. আরিফুর রহমান, আবু সামা বিপ্লব প্রমুখ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ