চট্টগ্রাম জাতীয় পার্টির বন্দর থানা আহবায়ক কমিটি গঠিত হয়

২৭ শে জানুয়ারী সোমবার জাতীয় পার্টির  প্রেসিডিয়াম সদস্য  ও চট্টগ্রাম মহানগর  কমিটির সভাপতি মোঃ সোলেমান শেঠ এবং সাধারন সম্পাদক  ইয়াকুব কমিটির অনুমোদন দেয়  ।

মেয়াদোত্তীর্ণ  কমিটি বিলুপ্ত করে  সাজ্জাদ হোসেন স্বপন কে  আহবায়ক,  হাজী আবুল হোসেন  ও জাফর আহমেদ কুতুবীকে  যুগ্ন আহবায়ক,   মোঃ সাকির  কে সদস্য  সচিব,   দিদারুল আলম দিদার কে  যুগ্ন সদস্য করে   ২৫  সদস্য বিশিষ্ঠ কমিটি  অনুমোদন করেন।

কমিটির উপর অর্পিত হয় আগামী তিন মাসের  মধ্যে,  বন্দর থানাধীন সকল ওয়ার্ডে  কমিটি গঠন  এবং সম্মেলন করে বন্দর থানার পুর্নাঙ্গ কমিটি  গঠন করতে হবে।

জাতীয় পার্টির  সাবেক সংসদ  সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য  লিয়াতক  এক মাত্র্   সন্তান-সাজ্জাদ হোসেন স্বপন কে  এই  কমিটির  আহবায়ক করাতে বাকের আলী ফকিরের  টেক ও চট্টগ্রম মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে ধন্যবাদ জনান এবং এমপি লিয়াকতের  পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ