চট্টগ্রাম আজ করোনায় নতুন শনাক্ত ১৪০:২ জনের মৃত্যু হয়

স্টাফ রিপোটারঃ০৩সেপ্টেম্বর

চট্টগ্রাম করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ১৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯.৭০ শতাংশ।
এর আগে বৃহস্পতিবার করোনায় মৃত্যু হয়েছিল পাঁচ জনের, শনাক্ত হয়েছিলেন ১৪০ জন।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও জানা

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান,  গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ১ জন নগরের বাসিন্দা, বাকি ১ জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২৩৯ জনের মৃত্যু হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ