চট্টগ্রামে হু হু করে বাড়ছে করোনা রোগী চিকিৎসায় ‘ইম্পেরিয়াল’ও‘ইউএসটিসি’হাসপাতাল

চট্টগ্রামে হু হু করে বাড়ছে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা । হাসপাতালের অভাবে বিনা চিকিৎসায় করোনা রোগী মারা যাওয়ার অভিযোগ উঠছে।

 

তখনই চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসায় আরও ২টি হাসপাতালকে বিশেষায়িত কভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে সরকার।   

 

হাসপাতাল দুটি হল, ফয়েজ লেকের বেসরকারী অত্যাধুনিক ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল বা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রাম (ইউএসটিসি)।

 

এই দুুুটি হাসপাতাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তত্বাবধানে পরিচালিত হবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের বলা হয়েছে মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের

 

অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে জননিরাপত্তা বিভাগ এবং চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের এক অনুরোধের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

খুব শিগগিরই আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে জানানো হয়েছে

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ