চট্টগ্রামে শুক্রবার করোনায় ৬ জন মারা গেছেন..!

ডেস্ক নিউজঃ২৭আগস্ট

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ছয়জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ২৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  চট্টগ্রামে এখন পর্যন্ত ৯৮ হাজার ৫৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় এ পর্যন্ত  মারা গেছেন মোট ১ হাজার ২০৯ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৭৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১২১ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৪৮ জন।২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের দুইজন শহরের, অপর চারজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

 উল্লেখ্য যে,  ২০২০সালে৩ এ প্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ