চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ: আজকের মৃত্যু ১০জনের

নিজস্ব প্রতিবেদকঃ০৯জুলাই

চট্টগ্রামে  লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ  । প্রতিদিনের শনাক্তের সংখ্যা আগের দিনকে ছাড়িয়ে যাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এটি একদিনে এখানে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। আর এই সময়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

০৯জুলাই(শুক্রবার)   চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৫৪টি নমুনা পরীক্ষায় ৭৬ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৭০টি নমুনা পরীক্ষায় ১৭২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩১৩টি নমুনা পরীক্ষায় ১০৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২০৬টি নমুনা পরীক্ষায় ৭৫ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৪০টি নমুনা পরীক্ষায় ১৭ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৪০টি নমুনা পরীক্ষা ৬৫ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৫৬টি নমুনা পরীক্ষায় ৪২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৩টি নমুনা পরীক্ষায় ২২ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ৬৯টি নমুনা পরীক্ষায় ১৮ জন, এবং এন্টিজেনে ৫১৯টি নমুনা পরীক্ষায় ১৮৯ জন করোনা রোগে আক্রান্ত হয়েছে। এদিন এপিক হেলথ কেয়ার ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের নমুনা পরীক্ষা হয়নি।

উপজেলায় ২৭৩ জনের মধ্যে লোহাগাড়ায় ৫ জন, সাতকানিয়ায় ১২ জন, বাঁশখালী ৭ জন, আনোয়ারায় ১৯ জন, চন্দনাইশ ৩ জন, পটিয়া ১৬ জন, বোয়ালখালী ৩ জন, রাঙ্গুনিয়া ২৩, রাউজান ২৮ জন, ফটিকছড়ি ২০ জন, হাটহাজারী ৪৩ জন, সীতাকুণ্ড ৪২ জন, মিরশ্বরাই ৩৭ জন ও সন্দ্বীপ ১৫ জন।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৮৩ জন বেড়ে করোনা রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৬৯৬ জন।  নগরে ৪৯ হাজার ২৮২ জন এবং উপজেলায় ১৪ হাজার ৪১৪ জন। একই সময় করোনা রোগে ১০ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৪ জন। যাদের মধ্যে নগরে ৪৮৮ জন এবং উপজেলায় ২৬৬জন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ