ক্রীড়া প্রতিবেদককঃ২১আগস্ট
চট্ট্রগামের এম এ আজিজ স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক, অনুর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল (বালিকা অনুর্ধ্ব-১৭) চট্টগ্রাম বিভাগীয় পর্বের১৯ আগস্ট খেলার ফলাফল।
বালক অনুর্ধ্ব-১৭
১ম খেলা- কক্সবাজার ৩, ব্রাহ্মণবাড়ীয়া ১(গোলদাতা-কক্সবাজার- সালাউদ্দিন সাহেদ-৩; ব্রাহ্মণবাড়ীয়া- ফরহাদ ১)২য় খেলা- চট্টগ্রাম জেলা ৩, কুমিল্লা ১(গোলদাতা- চট্টগ্রাম- সাজ্জাদুল ইসলাম-১, মো: রকিব হাসান-২;কুমিল্লা- নেছার উদ্দিন অপু-১)
বালিকা অনুর্ধ্ব-১৭
১ম খেলা- ব্রাহ্মণবাড়ীয়া ৫, ফেনী ০ (গোলদাতা- ব্রাহ্মণবাড়ীয়া- পূজা দাস-৩, জেসমিন আক্তার-১, সাদিয়া-১;
ফেনী-০)২য় খেলা- চট্টগ্রাম জেলা ৬, কুমিল্লা ১(গোলদাতা- চট্টগ্রাম জেলা- কিচিং ত্রিপুরা-২, ক্রামুচিং মারমা-২,মানুচিং মারমা-১, সেনারি চাকমা-১,রাঙামাটি- মিতা চাকমা-১)