চট্টগ্রামে করোনায় আজ ৩জনের মৃত্যু: নতুন করে ১০৮ জন আক্রান্ত

স্টাফ রিপোটারঃ০৯সেপ্টেম্বর

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে তিনজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ১০৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লক্ষ্য ৫৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ১ হাজার ২৬২ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৬৭ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪১ জন।২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনই উপজেলার বাসিন্দা

উল্লেখ্য যে,   চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ