স্টাফ রিপোটারঃ১৪সেপ্টেম্বর
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৭ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৯৬২ জনে। আর এ সময়ে মারা গেছেন ২ জন।
এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৭৬ জনে। এর আগে সোমবার (১৩ সেপ্টেম্বর) মারা গিয়েছিলেন ৬ জন, শনাক্ত হয়েছিলেন ৬৪ জন।মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ১ জন নগরীর, অপর ব্যক্তি নগরীর বাইরের বাসিন্দা।
এ পর্যন্ত মোট ১ হাজার ২৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০৪ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৭২ জন।