স্টাফ রিপোটারঃ১৪আগস্ট
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৬৬ জনের দেহে। নতুন শনাক্তদের মধ্যে ২৯৭ জন নগরের এবং ১৬৯ জন বিভিন্ন উপজেলার।
শনিবার (১৪ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন নগরের এবং ২ জন উপজেলার।
এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৩৫০ জন এবং মারা গেছেন ১ হাজার ১১৬ জন।