চট্টগ্রামে করোনায় আজও ৪ মৃত্যু: নতুন আক্রান্ত ১৩৩জন

স্টাফ রিপোটার:০৮সেপ্টেম্বর

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৫৯ জনে। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছে ১৩৩ জন। এর মধ্য দিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৪৫২ জনে।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৫০৯টি নমুনা পরীক্ষায় ১৩৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৮৭ এবং উপজেলার ৪৬ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান,  মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৪ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ