গাউসিয়া কমিটি বাংলাদেশ কাজীর গলি ইউনিটের উদ্যোগে কাফনের কাপড়ের ব্যবস্থা করণ কার্যক্রম উদ্বোধন

প্রেস বার্তাঃ০২সেপ্টেম্বর

গাউসিয়া কমিটি বাংলাদেশ ,৩৯নংওয়ার্ডস্থ কাজীর গলি ইউনিটের উদ্যোগে কাফনের কাপড়ের ব্যবস্থা করণ কার্যক্রম উদ্বোধন করেন সোলতান আহমদ জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা মোহাম্মদ সোহাইল উদ্দীন আনসারী।

এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিটের সভাপতি   মোঃ আব্দুল মান্নান মিন্টু (স্যার) ,আরো উপস্থিত ছিলেন সমাজকর্মী মোঃ মোকারম, শিক্ষক মোঃ রাসেল পারভেজ, উদ্যোক্তা সমাজকর্মী  মোঃরনি বাদশা, মোঃ সাদ্দাম হোসেন,মোঃ দিদার, মোঃ রাজু সহ অত্র ইউনিটের নেতৃবৃন্দ।

সমাজে দুস্থ্য-অসহায় এবং মহামারী করেনাতে যাদের পারিবারিক ভাবে সমস্যায় রয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ ,৩৯নংওয়ার্ডস্থ কাজীর গলি ইউনিটের উদ্যোগে মহল্লা ভিত্তিক দাফন-কাফনের কাপড়ের ব্যবস্থা করণ কার্যক্রম এবং মুদ্দার গোসল সহ জানাযা দিয়ে মহতী কাজ দেশব্যাপি এগিয়ে নিচ্ছে গাউসিয়া কমিটি বাংলাদেশ সেন্ট্রাল কমিটি।

তারই আলোকে কাজিরগলি ইউনিটের উদ্যোগে কাফনের কাপড় ব্যবস্থা করণ কার্যক্রম সম্প্রতি চালু করেছে ধর্মীয় সংগঠনটি।

 

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ