নিজস্ব প্রতিবেদকঃ১৯জুন
বন্দরনগরী চট্টগ্রামে গত দু’দিনের ভারী বৃষ্টি পাতের কারণে নগরীর নিচু এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
মৌসুমীবায়ূর ফলে সাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে দেশে বিভিন্ন স্থানে ভারীথেকে মাঝারি-হালকা দমকা হওয়া সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে গত২/৩দিন ধরে।
আরো ২/১দিন এই বৃষ্টি অব্যাহেত থাকবে বলে পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।
এদিকে গত দু’দিনের বৃষ্টিতে নগরীর বেশ-কিছু নিচু এলাকা তীব্র জলাদ্ধতা সৃষ্ট হয়েছে বলে এলাকার ভুক্তভোগিদের মোবা্লই ফোনে মাধ্যমে জানা গেছে।
বিস্তারিত খবর আসছে….