কুষ্টিয়ায় সুতার মিলে ভয়াবহ আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষতি 

রাকিব হোসেন, কুমারখালী, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালির পৌর এলাকার  খয়েরচারা গ্রামে অবস্থিত রিমি টেক্সটাইল  নামক একটি সুতা তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে । আগুনে কারখানাটি সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই  কোটি টাকা হবে বলে কারখানার কর্তৃপক্ষ জানিয়েছে।
শুক্রবার  রাত ১০ টার সময়   সুতা তৈরির ওই কারখানার ভেতরে  গোদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা সম্পূর্ণ কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমারখালি এলাকার দমকল বাহিনী ৪৫ মিনিট  চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।  শুরুতে এলাকাবাসী ও নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভয়াবহ এই আগুনে মিলের যন্ত্রাংশ ও সুতা সহ প্রায় দুই কোটি টাকার মালামাল ভস্মিভূত হয়েছে বলে ওই কারখানার মালিক লিটন মন্ডল (৩৫) জানিয়েছেন। তিনি আরও বলেন,  রাতে মিল বন্ধ ছিল। কি ভাবে আগুন লাগলো আমি বলতে পারবো না। মিলে আগুন লাগার ফলে আমি সর্বস্বান্ত হয়ে গেছি। আমি অনেক টাকার লোন নিয়ে এই মিল করেছিলাম, এখন কি করব বুঝতে পারছি না।    তবে ভয়াবহ এই আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জানা যায়নি আগুন লাগার সঠিক কারণ।তবে প্রাথমিক ভাবে  ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে  এ আগুনে সূত্রপাত।
রেজাউল মন্ডল জানায়, মিলের শ্রমিকরা কাজ শেষে  মিল, বন্ধ করে চলে যায়।  রাত ১০ টার দিকে মিলের মধ্যে   থেকে আগুন ছড়িয়েছে। সেখানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে  আগুনের সূত্রপাত হতে পারে।  আগুনে সব পুড়ে গেছে,  এতে অনেক টাকার ক্ষতি হ য়েছে।
তবে তদন্ত  করার পর আগুন লাগার কারণ জানা যাবে বলে জানান,  কুমারখালি  ফায়ার সার্ভিস  ওয়্যারহাউজ ইন্সপেক্টর  মোঃবকতিয়ার উদ্দিন । তিনি আরও বলেন, রাত ৯ টা ৩০ মিনিটের  সময়, সংবাদ পেয়ে  ঘটনাস্থলে এসে ৪৫ মিনিটের চেষ্টায়  আগুন নিযন্ত্রণে আসে। আগুনে মিলের যন্ত্রপাতি ও সুতা পুরে গেছে। তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ জানা যাবে।
আগুনের খবর পেয়ে কুমারখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোহসীন হোসাইন , ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই সময় তিনি বলেন, আগুন লাগার বিষয়ে কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ