কুমিল্লা প্রতিনিধি:০৮ সেপ্টেম্বর
র্যাব-৭ এর অভিযানে কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকা হতে ১ টি বিদেশী পিস্তল, ২ টি ওয়ানশুটারগান, ১ টি এলজি এবং ১ টি ম্যাগাজিন উদ্ধারসহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৭ ।
গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ সেপ্টেম্বর রাত্র আনুমানিক ১১.৪৫মিনিটের র্যাব-৭ চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ০২ টি ওয়ানশুর্টারগান, ০১ টি এলজি এবং ০১ টি ম্যাগাজিন উদ্ধারসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম ১। মোঃ মহিন উদ্দিন (৩০) পিতা- মৃত আনু মিয়া, সাং- দামুরপাড়া, থানা- নাঙ্গলকোট, জেলা- কুমিল্লা বলে জানা যায়।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি কুমিল্লার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের কার্যক্রম করে আসছে।
আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে মিডিয়া অফিসার (সিনিঃসহকারী পরিচালক)মোঃ নূরুল আবছার সংবাদ মাধ্যম কে জানিয়েছেন