মোঃ রাকিব হোসেন কুমারখালী প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে ২৫ জন মেধাধী শিক্ষার্থীকে দুই লক্ষ ৪৪ হাজার ৮০০ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে দি অপটিমিস্টস বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কুমারখালী সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর মিলনায়তনে চাইল্ড স্পন্সরশীপ প্রোগাম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের ২৪ জন শিক্ষার্থীকে নয় হাজার ৩০০ টাকা করে এবং একজন উচ্চমাধ্যমিক শিক্ষার্থীকে ২১ হাজার ৬০০ টাকা বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে কুমারখালী পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মমতাজ বেগমের সভাপতিত্বে ও দি অপটিমিস্টস বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার ব্যবস্থাপক আশিকুল ইসলাম চপলের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন দি অপটিমিস্টস বাংলাদেশ সংগঠনের সাধারণ সম্পাদক একে এম সাইদুল করিম, সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরের ওবাইদুল্লাহ, কবি ও নাট্যকার লিটন আব্বাস, সাংবাদিক মাহমুদ শরীফসহ প্রমূখ।