কালীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ছাত্রলীগের বৃক্ষ রোপন অভিযান

তৈয়বুর, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়েছে। শুক্রবার (৫ মে) সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে, উপজেলার তুমুলিয়া ইউনিয়নের মিশন এলাকায় মেহগনি ও আকাশী গাছ রোপন করা হয়েছে।

 

এ সম্পর্কে উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর মোল্লা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের যে কোনো পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় “ধরিত্রী হোক নিরাপদ ও মানবের বসবাসযোগ্য” এই শ্লোগানকে প্রাধান্য দিয়ে

 

গাজীপুর জেলা ছাত্রলীগের নির্দেশে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে, উপজেলার তুমুলিয়া ইউনিয়নের মিশন এলাকায় মেহগনি ও আকাশী গাছ রোপন করা হয়েছে। এ সময় উপস্থিত

 

ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান ও তুমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জান্নাত হাসান সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ