তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে মুজব বর্ষ ও বিজয় দিবস উপলক্ষে “সুস্থ্য দেহ সুন্দর মন, ক্রীড়াই করে আনয়ন” এই স্লোগানকে সামনে রেখে।
পুরাতন বছর বিদায় ও নতুন বছরকে বরণের লক্ষে ডে-নাইট মিনিবার ফুটবল টূর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের পুনসহি যুব সমাজের উদ্যোগে পুনসহি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে।
কালীগঞ্জ উপজেলা আ’লীগের সদস্য ও চেয়াম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল জলিল শেখের সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন ইউপি সদস্য ইব্রাহিম হোসেন মোল্লা। প্রথম পর্বের লীগখেলা শেষে রাত সাড়ে ১১ টায় ফাইনাল খেলায় দর্শক মুখর পরিবেশে রাকিব একাদশ ১-০ গোলে রিফাত একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফারুক ও মোতালিব। এ সময় উপস্থিত ছিলেন-বিশিষ্ট ব্যবসায়ী মো. সালাহ উদ্দিন, জাতীয় স্বপ্নীলের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবীর ভুইয়া, ইসপালস্ হসপিটালের পরিচালক- মহসিন আকন্দ, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শ্যামল পাল, কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, টঙ্গী যুবলীগের সদস্য সুমন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রাসেল মোল্লা, সদস্য জুবায়ের আকন্দ, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক বাহাউদ্দিন আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (রানা), ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ নাঈম মোল্লা, সদস্য রাকিব, ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাইদুল মোল্লা প্রমুখ।