তৈয়বুর, কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৌর ৬ নম্বর ওয়ার্ড বড়নগর গ্রামের মৃত রফিক মিয়ার স্ত্রী সাহিদা বেগম (৭০) বুধবার দিবাগত রাত ১টার দিকে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।
তিনি করোনা ভাইরাস সংক্রমিত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ। স্থানীয়দের বরাত দিয়ে স্বাস্থ্য কর্মকর্তা আরো বলেন, গত কয়েকদিন ধরে ওই বৃদ্ধা সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার দিবাগত রাতে তিনি মারা যান।
বিধি মোতাবেক লাশ দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক বলেন-ওই বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং করোনা ভাইরাস সংক্রমিত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।