কালিহাতীতে সিআইজি মৎস্য সমিতির মাঝে পিকআপ ভ্যান ও এরেটর বিতরণ

টাঙ্গাইলের কালিহাতীতে ২টি সিআইজি মৎস্য চাষী সমবায় সমিতির মাঝে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-ll প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড-২ মাধ্যমে অনুদানপ্রাপ্ত দুইটি পিকআপ ভ্যান ও ১০টি এরেটর বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই পিকআপ ভ্যান ও এরেটরগুলো বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতি. দায়িত্ব) আইয়ুব আলী ও জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মাহবুব হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য দপ্তরের অফিস সহকারী মিনহাজ উদ্দিন ভূঁইয়া।

কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ