কালিহাতীতে ভূমি সেবা সপ্তাহ পালিত

 “ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্য কে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে (১৯-২৩ মে) ভূমি সেবা সপ্তাহ ২০২২ পালিত হচ্ছে।
রবিবার (২২ মে) সকালে উপজেলা ভূমি অফিস কার্যালয়ের উদ্যোগে ভূমি অফিস চত্বরে সেবা সপ্তাহের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন। উদ্বোধন শেষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ভূমি অফিসে না গিয়েই অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর সহ বিভিন্ন সেবা গ্রহণ করা যাবে। নামজারি আবেদন, অনলাইন হোল্ডিং ট্যাক্সের আবেদন, খতিয়ানের নামজারি ইত্যাদি সেবা তাৎক্ষনিক ভাবে প্রদান করা হবে। সেবা সপ্তাহের মূল উদ্দেশ্য হলো ভূমি মন্ত্রণালয়ের সেবাগুলো জনগণের দৌড় গোড়ায় সহজে পৌঁছে দেওয়া।

কামরুল হাসান

টাঙ্গাইল প্রতিনিধি

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ