কালিহাতীতে বাস চাপায় যুবক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায় আবিদ হাসান আলভি (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবিদ টাঙ্গাইল শহরের দেওলা এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
বঙ্গবন্ধু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আবিদ সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে পৌছালে ঢাকাগামী অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবিদের মৃত্যু হয়।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ