কলামিস্ট মোমিন মেহেদীর জন্মদিনে নারায়ণগঞ্জে চারারোপন-শুভেচ্ছায়োজন  

মিডিয়া সংবাদ:৩০আগস্ট

অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদীর জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ শাখার গাছের চারা রোপন ও শুভেচ্ছায়োজন অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ইউনিটির সভাপতি সাজ্জাদ আহমেদ খোকনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফিরোজ সাঁই, সহ-সাধারণ সম্পাদক মো. হাতিম, সদস্য মো. মিঠুন, মাহমুদুল হাসান(সম্রাট ), শিপন হোসেন, অপু রহমান,  , ইস্রাফিল    ফরাজী, আবু জাফর প্রমুখ। এর আগে সকালে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গাছের চারা রোপন করেন।

এসময় বক্তারা বলেন, সংবাদ যোদ্ধা রিকোর অপূর্ণ কাজ গুলোকে গতিশীল করতে অনলাইন প্রেস ইউনিটিতে যোগদিন। অনলাইনে নিজের সামর্থনুযায়ী শ্রম- মেধা দিয়ে যুক্ত থাকতে ইউনিটির পেইজে   সকল জেলা ও উপজেলা কমিটির সর্বশেষ আপডেট প্রদানের সাথে সাথে নতুন সদস্য হতে আগ্রহীদেরকে নাম+ঠিকানা+কর্মস্থলের নাম লিখে এসএমএস এবং বিশেষ প্রয়োজনে ০১৫৭২৩০৯৮৭৪ নম্বরে যোগাযোগের আহবান জানান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ