কর্ণফুলী প্রতিনিধিঃ১৪সেপ্টেম্বর
শিক্ষামন্ত্রনালয়ের সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক গত ১২ সেপ্টেম্বর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।
তারই আলোকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রাথমিক-মাধ্যমিক, কিন্ডারগার্টেন, মাদ্রাসা ও কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহামারী করোনা সুরক্ষা সামগ্রী (হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, স্প্রে মেশিন, ব্লিচিং পাউডার, সেভলন) বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এইসব সুরক্ষা সামগ্রী প্রতিষ্ঠান প্রধানদের হাতে তুলে দেয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড শিরিন আক্তার, শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আলমগীর, মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ ।
এছাড়াও উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।