কর্ণফুলী উপজেলায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

 

দক্ষিণ জেলা প্রতিনিধিঃ৬জুন

কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাণীসম্পদ প্রদর্শনী উদযাপন করল কর্ণফুলী উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর।

হাসপাতালের উদ্যোগে এবং কর্ণফুলি উপজেলা ডেইরী ফামার্রস এসোসিয়েশন এর সহযোগিতায় আয়োজিত উক্ত অনুষ্ঠানের ফিতা ও পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃফারুক চৌধুরী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা সুলতানা,কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার ভূমি সুকান্ত শাহা, সহ উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের কমকর্তা বৃন্দ।

এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক চৌধুরী।

বিশেষ অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার ভূমি সুকান্ত শাহা, কর্ণফুলী উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ রুমন তালুকদার, বাংলাদেশ মিল্ক ভিটার চট্টগ্রাম ও সিলেট এর বিভাগীয় পরিচালক মুহাম্মদ নাজিম উদ্দীন হায়দার,কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকতা দুলাল মাহমুদ, রফিক আহমদ,ইসলালীক ফ্রন্ট নেতা এম.এ মাবুদ সহ উপজেলা প্রানীসম্পদ অফিসের কমকর্তা-কর্মচারী ও কর্ণফুলি উপজেলা ডেইরী ফার্মরস এসোসিয়েশন এর বিভিন্ন খামারি বৃন্দ।

পরিশেষে,উপজেলা চেয়ারম্যান, ইউএনও সহ আগত সকল অতিথি বৃন্দ প্রর্দশনী অংশ গ্রহণ করা বিভিন্ন স্টল গুলো পরিদর্শন করেনএসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষের নিকট প্রাণীসম্পদ অধিদপ্তর কর্ণফুলী ডেইরি ফারমর্স এসোসিয়েশন এর পক্ষ থেকে সিদ্ধ ডিম দুধ বিতরণ করা হয়

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ