করোনায় মিরসরাইয়ে প্যানেল মেয়র রিজিয়া বেগমের মৃত্যু…!

নিজস্ব প্রতিনিধি:২৬জুলাই

করোনায় আক্রান্ত হয়ে মিরসরাই পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র রিজিয়া বেগম (৫৫) ইন্তেকাল করেছেন। তিনি করোনাসহ বিভিন্ন শারীরিক রোগে আক্রান্ত ছিলেন।

রবিবার (২৫ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রিজিয়া বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ