ডেস্ক নিউজঃ০৮সেপ্টেম্বর
সারাদেশে করোনায় ৫২ গত ২৪ ঘণ্টায় করোনায় জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুয়ায়ী টানা দুইদিন পুরুষের চেয়ে নারীর মৃত্যু বেশি। আজকে পুরুষ ২০ জন ও নারী ৩২ জন। শতাংশের হিসাবে প্রায় ৬২ শতাংশই নারী।
এর পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৫৬ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৩৭ জন নারী। পুরুষের তুলনায় প্রায় দ্বিগুণ মৃত্যু ছিল নারীর।
বুধবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৭৯৯টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৩৭৮টি নমুনা সংগ্রহ ও ২৭ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯১ লাখ ৪৬ হাজার ৩৭১টি।
একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৪৯৭ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২২ হাজার ৩০২ জনে।